আজ বুধবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তির দাবিতে না.গঞ্জ মহানগর বিএনপির মানববন্ধন

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) সকালে নারয়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি’র সহসভাপতি এড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা এড. আব্দুল মতিন, আল-মামুন প্রমুখ।