আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খাজা মঈনুদ্দিন চিশতী (র) ওরস শুরু

তরিকার পতাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহি বাবুরাইল আজমীরী গলিতে সাত দিনব্যাপি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৬ তম বাৎসরিক ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  শুক্রবার বাদ জুম্মা নক্সবন্দিয়া তরিকার পতাকা উত্তোলন করে ওরশ মোবারকের কর্মসূচী শুরু করা হয়।

আরবি মাসের আগামী ১ রজব হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ শুরু হবে। সাতদিনব্যাপি ওরশ মোবারক ২নং বাবুরাইল আজমেরী গলিতে হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান নকসেবন্দ আবুলওলাইয়া খানকা শরীফ চত্তরে তরিকার পতাকা উত্তোলন করে ওরশ মোবারক উদ্বোধন করবেন, হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান (রহ:), হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান (রহ:), হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান (রহ:), হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান (রহ:)। সাতদিনের ওশর আখেরী ফাতেহার মধ্যদিয়ে শেষ হবে আগামী ৭ রজব।

আজ শুক্রবার পতাকা উত্তোলন করে ওরশের আনুষ্ঠানিকতা শুরুর সময় উপস্থিত ছিলেন, আজমেরী গলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, শফিকুল ইসলাম লিটন, আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, আসাদুজ্জামান আসাদ, জিএস বাবুল, আব্দুল হালিম, মমতাজ উদ্দিন বাবুল, মিঠু আহাম্মেদ, স্বপন, ফয়জুল ইসলাম রুবেল, গোলাম সারোয়ার শুভ সহ তরিকার পীর ভাই আশেকান ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

ওরশ মোবারকের কর্মসূচীর মধ্যে রয়েছে অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছেত্ব তরিকতের পতাকা উত্তোলন, প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। নেওয়াজ বিতরণ, আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।

উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে পৌরপিতা আলী আহম্মদ চুনকা পরিচালনা করেন এবং ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকে পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ