আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কালকিনিতে পানের বরজে অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি

ক্ষয়ক্ষতি

কালকিনিতে পানের বরজে অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতিক্ষয়ক্ষতি
শহিদুল ইসলাম লিখন :পূর্ব শত্রতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে ফজলুল হক নামের এক কৃষকের পানের বরজে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে করে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানায়। তবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মজিদ খানের ছেলে ফজলুল হক খান দীর্ঘদিন ধরে একই এলাকার দক্ষিন রাজদী গ্রামের পান চাষ করে আসছেন। হঠাৎ করে ওই পানের বরজে একদল দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে করে পানের বরজটি সম্পুর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীর ছেলে রুহুল আমিন বলেন, আমাদের পানের বরজটি ছিল পরিবারের একমাত্র সম্বল। কিন্তু কে বা কারা যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধ বালা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ