ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
সংবাদচর্চা ডেস্ক:
ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নেতাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহানগর ফুটবল লীগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি সভায় এই আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিলের সভাপতিত্ব এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব বেগম ফরিদুন্নাহার লাইলীর সঞ্চালনায় এতে কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি, মশিউর রহমান হুমায়ুন, মশিউর রহমান শিহাব, মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান, দেলোয়ার হোসেন, ড. বদরুল হাসান কচি, আনোয়ারুল কবির, জয়দেব দাস, শামসুদ্দীন সাকিব, সর্দার ফারুক হোসেন, ড. সজীব, ড, দীপু, এডভোকেট ফয়সাল, মোস্তাফিজুর রহমান লিটন, হামিদা খানম মনি, শিরীন আফরোজ, পূর্ণিমা রানী, নজরুল ইসলাম এডভোকেট পপি প্রমুখ অংশ নেন।
মতবিনিময় অনুষ্ঠানে ফরিদুন্নাহার লাইলী বলেন, ২০২১ সালে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের পাশাপাশি ২০৪১ সালে বঙ্গবন্ধুর সযোগ্য কন্যা হিসেবে শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশ সমৃদ্ধশালী হিসেবে প্রতিষ্ঠিত হবে। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির এই আন্দোলনে কমিটির প্রতিটি সদস্যকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান বেগম ফরিদুন্নাহার লাইলী।
ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান