আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষমতায় গেলে ট্যাক্স ফ্রি করে দেব: রফিক

আসন্ন কাঞ্চন পৌর নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম। পৌর সভার ৯টি ওয়ার্ড তিনি চোষে বেড়াচ্ছেন। যেখানেই তিনি প্রচারণায় যাচ্ছেন সেখানেই জনতার ঢল নামছে। ভোটারদের কে তিনি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি । আজ সোমবার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডে (ঝুলন্দা গ্রাম) ওঠান বৈঠক ও গণসংযোগ করেছেন রফিক। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আমি ক্ষমতায় গেলে ঝুলন্দা গ্রামের ট্যাক্স ফ্রি করে দেব। দীর্ঘ দিন আপনারা উন্নয়ন বঞ্চিত। বিএনপি ক্ষমতায় থেকে কোন উন্নয়ন করে নাই। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের উপর নির্ভর করছে কাঞ্চনের উন্নয়ন। আপনারা যদি আমাকে সুযোগ দেন কাঞ্চন পৌর সভা হবে বাংলাদেশের এক নম্বর পৌরসভা। ঝুলন্দা গ্রামের করস্থানের রাস্তা পাকা করা হবে।

তিনি বলেন , অবৈধ গ্যাস বৈধ করে দেব। এখানে কোন সিটি গ্রুপ প্রবেশ করতে পারবে না। একবার সুযোগ পেলে ৫০ বছরের উন্নয়ন করে দেব। কোন মাদক সন্ত্রাসের ঠাই হবে না।

রফিক বলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগুন সন্ত্রাসীদের হাত থেকে কাঞ্চন পৌরসভাকে উদ্ধার করতে হবে।  এই অঞ্চলের মানুষ ওদের হাত থেকে মুক্তি চায়।

প্রসঙ্গত আগামী ২৫ জুলাই কাঞ্চন পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে ভোট হবে। এখানে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। তার মধ্যে বিএনপির তিন জন প্রার্থী রয়েছে। এবার মোট ভোটার  ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ জন। মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন।