বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের আতলাপুর চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাদ্রাসার সভাপতি ও ভোলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আশকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, গাজী গ্রুপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জিটিভির পরিচালক গাজী গোলাম মর্তূজা পাপ্পা।
অনুষ্ঠানে গাজী গোলাম মর্তূজা পাপ্পা বলেন, পড়ালেখা করার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এর কোনো বিকল্প নেই। বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যপক উন্নতি হয়েছে। ডিজিটালাইজড হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় সবাইকে ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাশাপাশি রূপগঞ্জ ও এগিয়ে যাচ্ছে।
খেলার উদ্বোধন করেন গণবাংলা উচ্চ বিদ্যালয় সভাপতি এ্যাড তায়েবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদ্রাসার অধ্যক্ষ মো: ইকবাল হাসান, সহকারী মৌলবী মো: আবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু ডা:কৃষ্ণ দয়াল দাস, ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাদিম ভূইয়া, ভোলাবো ইউনিয়নের যুবলীগ নেতা মো: আজিম খন্দকার, সিরাজি, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু, আব্দুর রহমান, কামরুল ইসলাম সরকার, জাহিদ খন্দকার প্রমুখ।