আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুত ৩০টি বেড- ডিসি জসিম

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য জেলায় সরকারি চিকিৎসা কেন্দ্র ৬ টি। কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৩০ টি। এবং করেনায় চিকিৎসা দেয়ার জন্য ডাক্তার রয়েছেন ৯০ জন এবং নার্স ১৭৩ জন। এম্বুল্যান্সের সংখ্যা ৬টি । এছাড়া বেসরকারি চিকিৎসায় কেন্দ রয়েছে ৭২ টি, কোভিড- ১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৭২ টি, ডাক্তার রয়েছেন ১০০ জন এবং নার্স ১৮০ জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ( পিপিই) মজুদ রয়েছে ২৪০টি, ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা এবং প্রধানমন্ত্রীর খাদ্য সমাগ্রী বিতরণ বিষয়ক এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান জেলা প্রশাসক।

করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘোষণা করা সাধারণ ছুটির মধ্যে জেলায় ৭ হাজার ৮৮ টি পরিবারের মাঝে ২৬ মেট্রিক টন চাল এবং নগদ ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা বিতরণের কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
নতুন করে করোনায় কেউ আক্রান্ত হননি জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩ জন। এরমধ্যে ২জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আর আইসোলেশনে আছেন ১জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৫২ জন। ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন । ১ মার্চ থেকে এই পর্যন্ত বিদেশ থেকে জেলায় মোট প্রত্যাগত ৫৯৬৮ জন। এরমধ্যে ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাাগত ব্যক্তি মোট ২৮০ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, জেলা প্রশাসকের তথ্য কর্মকর্তা সিরাজদ্দৌলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদল,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আফজাল, হোসেন, সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খাঁন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক. সমকালের প্রতিনিধি এম এ মিঠু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসে স্মিথ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম. সময় টিভির প্রতিনিধি শওকত আলী সৈকত,সংবাদের প্রতিনিধি সৌরভ, সংবাদচর্চার  শহর প্রতিনিধি সাইফুল সুমন ও চিত্রগ্রাহক নূর ইসলাম।

এসআই/এসএমআর