আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত

আগামী বছর আর্জেন্টিনা-কলম্বিয়ায় বসবে কোপা আমেরিকার ৪৭তম আসর। ইতিমধ্যে শতবর্ষী এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে কঠিন গ্রুপে পড়েছেন আলবিসেলেস্তেরা।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকা-২০২০’র গ্রুপ পর্বের ড্র। ‘এ’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। এটিকে বলা হচ্ছে মৃত্যুকূপ বা গ্রুপ অব ডেথ।

প্রথমবারের মতো কোপা আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া। অবশ্য আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেসির দেশে। তাতে অন্যতম প্রতিদ্বন্দ্বী চিলির মুখোমুখি হবে তারা। এ চিলিয়ানদের কাছে হেরেই এর আগে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছে আকাশি নীল-সাদা জার্সিধারীদের।

এ ছাড়াও ‘এ’ গ্রুপে রয়েছে ওশানিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া। তারা এবারই প্রথম কোপা আমেরিকায় অংশগ্রহণ করছে।  এবারের কোপা আমেরিকায় আমন্ত্রিত অন্য দল কাতার। ‘বি’ গ্রুপে খেলবে দেশটি।

স্পন্সরেড আর্টিকেলঃ