আজ রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোতালেরবাগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কোতালেরবাগ ক্রীড়া চক্র হতে রেল লাইন পর্যন্ত ১০০০ ফুট দৈর্ঘ্যের আর সি সি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) দুপুর জেলা পরিষদের অর্থায়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন । তিনি বলেন, মানব সেবাই পরম ধর্ম। আর এ ব্রত নিয়েই জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি সারা নারায়ণগঞ্জের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। মানুষের খেদমত করার জন্য, রাস্তা-ঘাট করার জন্য কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের কল্যাণের জন্য আত্মনিয়োগ করার জন্য। নেত্রীর নির্দেশ মেনে সেই ব্রত নিয়েই আমি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি।

রাস্তা-ঘাট, স্কুল-কলেজের উন্নয়নসহ জনগনের উন্নয়নের লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। এছাড়া, দেহে যত দিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন এই নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আব্দুল বাসেদ ভুইয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়ালিউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত প্রমুখ।