আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটা প্রথার বিরুদ্ধে ইসলামী ছাত্র সেনার প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনকারী সাধারন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার (৯ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মহিউদ্দীন হামীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জিহাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দীন হামীদ বলেন, মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরে আমাদের আন্দোলন করতে হবে আশা করি নি। যে দেশের ৪০ ভাগ যুবক বেকার, সে দেশে ৫৬ শতাংশ কোটা থাকা কোনো ভাবেই সমীচিন নয়। আমরা অনতিবিলম্বে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে এনে সমন্বয় করার জোর দাবী জানাচ্ছি।
প্রধান বক্তা সাইফুল ইসলাম জিহাদ বলেন, যে দেশে এমএ পাশ করতে করতে জীবনের ২৮ থেকে ৩০ বছর অতিবাহিত হয়ে যায়, সেই দেশে আবার অযৌক্তিক কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় জুলুম করা হচ্ছে।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আব্বাস উদ্দিন আল মেরাজ, আরফান হোসেন কিরণ, গোলাম পাঞ্জেতান সাইফুল ইসলাম রাকিব মাহতাব হোসাইন শুভ, নাহিদ হোসাইন মিয়াদ, সোহান মোহন, অনিক পাঠান, মাহফুজ শুভ, তারেক আবু হানিঢফ, সাজ্জাদ হোসাইনসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা নারায়ণগঞ্জের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ