আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ মিনারের কৃষ্ণচূরা গাছটাও কেটে ফেলবে?

কৃষ্ণচূরা গাছটাও

কৃষ্ণচূরা গাছটাওসংবাদচর্চাডটকম:

নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রতিদিনকার আড্ডা, কাজ সকল কিছুতেই এই স্থানের স্মৃতি। মনে আছে এবছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শহীদ মিনারে কোন একটা কাজের জন্য আসি। ঢুইকাই কেমন যানি খালি খালি মনে হচ্ছিল। কি যেন নাই, চা খেতে খেত বার বার ভাবার চেষ্টা করছিলাম ঘটনা কি! আমার সাথে থাকা বন্ধুটা হয়ত আমার এই উসখুস ভাবটা বুঝতে পেরেছিল। ও বলল, এখানে একটা করমচা গাছ ছিল ঐটা এখন আর নাই। কেটে ফেলছে! কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে……আমি ওকে জিজ্ঞেস করলাম কেন কাটল? ও বলল, শহীদ মিনারের পুলিশরা নাকি এই গাছের ছায়ায় বসে ঝিমায় তাই, কেটে দিছে। আমার বন্ধুটা বলছিল ভালই হইছে এখন আর বেটারা কামে ফাকি দিতে পারবো না!
আমার মনে আছে একদিন,(সম্ভবত গত বছর মে দিবসের দিন) আমি আর আমার সাংবাদিক বন্ধু শাহরিয়াজ এই গাছটার পাশে ফুচকা খাচ্ছিলাম। তখন গাছটায় অনেক ফুল ছিল, আমরা এই গাছ, ফুল নিয়ে অনেকখন কথা বলি। কথা বলতে গিয়ে আমরা আমাদের প্রগ্রামের অনেকটা মিস করে ফেলি।
শুভ্রর মৃত্যুর পরে এই গাছটার দিকে তাকালেই ওর ছবিটা চোখে ভাসত।আমি ভাবলাম এত এত মানুষ এই শহীদ মিনারে আসে, তাদের সামনে এত সুন্দর একটা গাছ কাইটা ফেলল, আর সবাই কিনা পুলিশেরা ঝিমাইতে পারবোনা ভাইবা পরম আনন্দে হাত তালি দিল। অবাক হইছিলাম!!! যাই হোক ছোট্ট একটা গাছ হারানোতে আমার শোক কোবল ঐ কয়েক মিনিটের চা খাওয়া পর্যন্তই দির্ঘায়িত হইল। তারপর নানান কাজের ভিড়ে সব ভুলে গেলাম।
গত পরশু শহীদ মিনারে গিয়ে দেখি আরো একটা গাছ নাই। এবার ভাবলাম এই গাছের তলায় তো পুলিশ ঘুমায়না এইটা কাটল ক্যন?…অনেকরে জিজ্ঞেস করলাম বলল, যারা কাটছে তারা বলছে এইটা নাকি মরা গাছ ছিল ঝড় বাদলায় ভাইঙ্গা পইরা অনেক ক্ষয় ক্ষতি হইতে পারে তাই এইটা কেটে ফেলছে!!!!! গাছের অবসিষ্ট অংশ দেইখা মটেও মনে হয়না এটা মরা গাছ।!!!! শুনলাম আরো অনেক গাছই নাকি কাটা হইতেছে।।। শহীদ মিনারের মধ্যেই এত বছরে অনেকগুলা গাছ কাটা হইছে, কিন্তু নতুন করে গাছ লাগানোর উদ্দোগ তো কর্ততৃপক্ষের দেখিনা।।
আচ্ছা, একদিন কি শহীদ মিনারের কৃষ্ণচূরা গাছটাও কেটে ফেলবে???

লেখক: আফরিন আহমেদ হিয়া।

মুল লেখার লিঙ্ক: https://goo.gl/ZTgQP3