আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কালকিনিতে কৃষকের হাত-পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

কৃষকের হাত-পা

কৃষকের হাত-পা

মাদারীপুর প্রতিনিধি:

গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে চোঁখ বেঁধে তুলে নিয়ে শাজাহান বালী-(৫০) নামের এক কৃষকের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। পরে তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ সোমবার বিকালে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও আহতের পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের কৃষক শাহাজাহান বালী তার জমিতে কাজ শেষ করে পাশের আড়িয়াল খা নদীতে গোসল করতে যান। এসময় ওৎ পেতে থাকা একই এলাকার জাহাঙ্গির , খলিল ও ফরিদসহ ৮/১০ জন মিলে প্রথমে শাজাহানের চোঁখ বেঁেধ ট্রলার তুলে নিয়ে যান বাশগাড়ি লঞ্জঘাটে। সেখানে তাকে নিয়ে গিয়ে পিটিয়ে ডান হাত ও ডান পা ভেঙ্গে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত জাহাঙ্গিরের সাথে এ বিষয় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই সঞ্জয় ঘোষ বলেন, আহত অবস্থায় শাহাজাহানকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তবে এ বিষয় একটি মামলার প্রক্রিয়া চলছে।

স্পন্সরেড আর্টিকেলঃ