আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ আগস্ট মানিক আহমেদের সার্বিক সহযোগিতায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সবেজ আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিক আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু বেচে থাকলে আমরা বহু আগেই সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতাম। ঘাতকরা ব্যক্তি মুজিবকে হত্যা করেছে , তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান ।

৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সফিউল্লাহ সফির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া, হেকিম মিয়া, তাজুল ইসলাম মিয়া, শাহাদাত মিয়া , ৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন , ৬নং ওয়ার্ড সাবেক যুবলীগের সভাপতি আলমাস মিয়া, যুবলীগ নেতা আলী আকবর, আবু তালেব,আলম, কাওছার , ছাত্রলীগ নেতা বাপ্পি,নয়ন,আমিনুলসহ অনেকে। পরে অতিথিবৃন্দ মিলাদ শেষে তবারক বিতরণ করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ