সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার-২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের মাঝে স্মাটকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন ভোটারদের মাঝে এ স্মাটকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তারসহ অনেকে।
স্মাটকার্ড বিতরণ অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান বলেন, কায়েতপাড়ায় ভূমিদস্যু নব্য আওয়ামীলীগারদের ক্ষমতায় দেখতে চাই না। আগামী নির্বাচনে ভোটারবৃন্দ ভোটের মাধ্যমে ভূমিদস্যুদের বর্জন করবে । ওদের চা-বিস্কুট কাজে আসবে না। ওরা ভূমিদস্যুর অবৈধ টাকা দিয়ে নতুন ভোটারদের চা-বিস্কুট দিচ্ছে। ওই চা -বিস্কুট খেলে পাপ হবে। সারাবছর ওদের খোঁজ থাকে না।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী বলেন, ভোট ডাকাতির দিনশেষ। জনগণ যাকে ভোট দেবে সেই হবে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কৃষক -শ্রমিক তাদের জমি হারানোর বেদনা ভুলে যায়নি। ভোটের মাধ্যমে তারা জমি হারানোর জবাব দেবে।