রূপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে UNO গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (২০২০) চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মুড়াপাড়া স্টেডিয়ামে দাউদপুর ইউনিয়নের মুখোমুখি হয় কায়েতপাড়া ইউনিয়ন।
খেলায় ২-৩ গোলে কায়েতপাড়া ইউনিয়ন বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে দাউদপুর ইউনিয়নের আশিক। খেলা উপভোগ করেছেন রূপগঞ্জ উপজেলার এসিল্যান্ড তরিকুল ইসলাম সহ অনেকে। পরে এসিল্যান্ড তরিকুল ইসলাম ১ হাজার টাকার চেক তুলে দেন দাউদপুর ইউনিয়নের আশিককে।