আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশ্মীরে মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ, জোট ছাড়ল বিজেপি

কাশ্মীরে মুখ্যমন্ত্রী

কাশ্মীরে মুখ্যমন্ত্রী

নবকুমার 

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভারতশাসিত জম্মু-কাশ্মীরের জোট সরকার থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ।এর কিছুক্ষণ পরই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) মেহবুবা মুফতি।

উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে দুই জোট শরিক দলের মত পার্থক্যের কারণে ভাঙ্গন দেখা দেয়।  সেক্ষেত্রে সাড়ে তিন বছরের মাথায় জোট সরকার ভেঙে গেল। এখন গভর্নরের শাসন জারি হয়েছে জম্মু-কাশ্মীরে।

২০১৫ সালে পিডিপি ও বিজেপি এক হয়ে জম্মু-কাশ্মীরে জোট সরকার গঠন করেছিল। বিজেপির মন্ত্রীরা দিল্লিতে দলীয় সাধারণ সম্পাদক অমিত শাহর সঙ্গে মঙ্গলবার বৈঠকের পরপরই জোট ছাড়ার ঘোষণা আসে। এর মিনিট খানেক পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেন।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীরে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা রাম মাধব বলেন, জোট সরকারে থাকার বিষয়টি বিজেপির জন্য ক্রমে ‘অগ্রহণযোগ্য’ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি বুঝে কেন্দ্রীয় সরকার ও দলের কেন্দ্রীয় হাইকমান্ড মনে করেছে, আমাদের সরকার থেকে বের হয়ে যাওয়া উচিত। সুত্র ’ইন্ডিয়ান এক্সপ্রেস

বিরোধীরা দ্রুত নির্বাচনের দাবিত রাজপথে আন্দোলন করে যাচ্ছে। ভারতশাসিত জম্মু-কাশ্মীরের টানটান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সহ সেনা মোতায়েন রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ