আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকার প্রচারনা শুরু করলেন কামাল মৃধা

কামাল মৃধা

 

কামাল মৃধা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও পাগলার কয়েকটি মাজার শরীফ যিয়ারত করে জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা শুরু করেছেন কামাল মৃধা।
শুক্রবার (৪ মে) সকালে তিনি এই প্রচারভিযান শুরু করেন।
কামাল মৃধা সংবাদচর্চাকে জানান, আমি মূলত সকালে কয়েকটি মাজার যিয়ারত করে প্রচারণা শুরু করেছি। এদিন পাগলা বাজার,ফতু্লা,পোস্ট অফিস ও আশপাশ এলাকাতে প্রচারণা করি। আমি মূলত নিজে নৌকা মার্কার পক্ষে প্রচারণা করছি।এই প্রোগামটা অগাষ্ট মাস পর্যন্ত চলবে। আমাদের স্লোগান একটাই প্রার্থী যেই হউক ভোট চাই নৌকায়।আজকে পাগলা বাজার ও পাগলা মার্কেট এলাকায় প্রায় ২০০০ দোকানে আমি নিজে লিফলেট বিতরণ করেছি। আজকে পত্রিকার ভিতরে দেয়া হয়েছে ১৬০০০ হাজার লিফলেট আর আমরা নিজেরা ১০০০০ হাজারের মত লিফলেট বিতরণ করেছি।
এর আগে গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন হলে নৌকার মাঝি সংগঠনের পক্ষ থেকে প্রার্থীতা করার ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের ২৩৩টি কেন্দ্র ভিত্তিক ওই প্রচারণা শুক্রবার থেকে শুরু করেন কামাল মৃধা।
এর আগে ২৮ এপ্রিল সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন মৃধা বলেন, ফতুল্লায় ৬ লাখ ৬৭ হাজার ভোটার আছে। আমি তাদের কাছে যাবো। ২৩৩টি কেন্দ্রে কর্মী সভা করবো। ২ মাস পর ভোটারদের নিয়ে নারায়ণগঞ্জ ইতিহাসের বড় র‌্যালী করবো। যারা আমার উপর হামলা নির্যাতন করেছে তাদের নামও ওই কর্মী সভায় ঘোষণা দিবো।
একই সঙ্গে তিনি বলেছেন সুযোগ পেলে নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজী ও খুনের রাজনীতির মূল উৎপাটন করতে চান। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যানবাহনের ভাড়া কমিয়ে ২৫ টাকা, মেট্রোরেল দ্রুত বাস্তবায়ন করার জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন। এছাড়াও মৃত্যুর পর নিজের জানাযায় সকলকে অংশগ্রহণ করার অনুরোধ করেন তিনি।