আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সংবাদচর্চা রিপোর্ট: পূর্বশত্রুতার জেরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরবাজারের ব্যবসায়ী ও মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত ১০ ডিসেম্বর রাতে তাকে কুপিয়ে জখম করা হয়। সে কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়াডের কলাতলী এলাকার সাহেব আলীর ছেলে। আহত সাইফুল ইসলামকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তাকে প্রায় ৭০টা সেলাই দেওয়া হয়েছে। মৃত্যুর সাথে তিনি লড়াই করছেন।

এলাকাবাসীরা জানান, সাইফুল ইসলামকে যারা কুপিয়ে জখম করেছে তাদের মধ্যে রয়েছে শফিকুল ইসলাম,লোহা শাহীন, শাহাদাৎ , তামিম ,আতিকুল, শাহরিয়ার, খাঁন সোহেল, সাজু মিজান, আজিজুলসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন সন্ত্রাসী। এ হামলার পর থেকে কাঞ্চন বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ব্যবসায়ীরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং সাইফুল ইসলামকে যারা কুপিয়ে জখম করেছে তাদের বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে বলেন, কাঞ্চন বাজারে সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে জখম করেছে তা শুনেছি। এঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয় নাই।

সর্বশেষ সংবাদ