আজ শুক্রবার, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউয়াদের ভিড়ে নৌকা ডুবে যাচ্ছে: হাই

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেছেন, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হাইব্রিড ,কাউয়াদের ভিড়ে নৌকা ডুবে যাচ্ছে। ওরা বসন্তের কোকিল। ওদের দুঃসময়ে পাওয়া যাবে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বর্ধিত সভার মাধ্যমে প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করে উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে পাঠাবে । জেলা কমিটি আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে নামের তালিকা পাঠাবে। সেখান থেকে নেত্রী যাকে মনোনয়ন দেবে সেই হবে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী। দলীয় পদহীন ব্যক্তির জন্য আমরা সুপারিস করব না।
বুধবার ( ১৭ মার্চ) বিকালে মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আজ অনেকে শিল্পপতি হচ্ছে, এমপি -মন্ত্রী হচ্ছে, সরকারী চাকরি পাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু হচ্ছে।
আব্দুল হাই বলেন, আওয়ামীলীগের ত্যাগী নেতাদের অনেক অবদান রয়েছে। আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে অভিনন্দন। বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি খুব সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন।