বন্দর প্রতিনিধি:
বন্দরে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের পিতা নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মোঃ আব্দুল বারেক সরদারের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মরহুমের নিজ বাসভবনে বিদেহী আত্মার শান্তি কামনা করে দিন ব্যাপী কুরআন খতম, দুপুরে মিলাদ ও দোয়া কাঙ্গালী ভোজ ও বিকেলে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুম, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকুসুদুর রহমান, শিল্পপতি চাঁন মিয়া, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনু, মজিবর, যুবলীগ নেতা ফারুক প্রধান, ২৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জাকির প্রধান, ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম, ২০ নং ওয়ার্ড যুবলীগ নেতা সুমনসহ মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী প্রমুখ।