আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁচপুরে গাড়ির ধাক্কায় বায়িং হাউজের এক কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় বায়িং হাউজের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। হস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এনামুল হক। তার বয়স ৪২ বছর।

নিহতের গ্রামের বাড়িনারায়ণগঞ্জের আড়াইহাজার থানার চৈতন কান্দা গ্রামে। বর্তমানে কাঁচপুর এলাকায় একটি মেসে থাকতেন। তার দুই ছেলে, এক মেয়ে রয়েছে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মঞ্জুর হাসান বলেন, ‘আমরা দুজনেই কাঁচপুর এলাকায় বায়িং হাউজে কর্মরত ছিলাম। বায়িং হাউজে থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় কাঁচপুর রহিম স্টিলের কাছে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। তখন সে রাস্তার ওপর ছিটকে পরে।

‘রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের শ্বশুর মিয়াজ উদ্দিন বলেন, ‘আমার জামাই কাঁচপুরের একটি বায়িং হাউজে চাকরি করতেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঢাকা মেডিক্যালে এসে দেখি, আমার মেয়ের জামাই মারা গেছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

স্পন্সরেড আর্টিকেলঃ