আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ মহানগর বিএনপির কর্মী সম্মেলন ২০ তারিখেই হবে,মওদুদত

কর্মী

না.গঞ্জ মহানগর বিএনপির কর্মী সম্মেলন ২০ তারিখেই হবে,মওদুদতকর্মী

নারায়নগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত তারিখই হবে। রবিবার ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক টিমের প্রধান মওদুদ আহমেদ জানিয়েছেন ২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন থাকলেও বিকেলে কোন কাজ থাকছেনা তাই বিকেলেই সম্মেলনটি হবে। ভোটের কাজ শেষ করেই নারায়ণগঞ্জের সম্মেলনে যোগ দেবেন তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, আমরা মহানগর বিএনপির কর্মীসভা ২০ তারিখ করবো। আমাদের ভেন্যু এখনো ঠিক করা হয়নি খুব শিঘ্রই আমরা একসাথে বসে দলের কর্মীসভার জন্য একটি স্থান নির্ধারণ করবো। কর্মীসভাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে বলেও দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মী সম্মেলনের স্থানটি এখনো নির্ধারন করা হয়নি, তবে চলতি সপ্তাহেই স্থান ঠিক করে সম্মেলনের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হবে বলে মহানগর বিএনপির সূত্রে জানা গেছে। এদিন মহানগরের যে কোন স্থানে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির নেতাদের অনীহায় তাদের কর্মী সম্মেলনটি স্থগিত হয়ে যাওয়ার পর মহানগরের কর্মী সম্মেলন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দলটির নেতাকর্মীরা। তবে সর্বশেষ বার্তায় কর্মী সম্মেলন হবে বলে নেতাকর্মীরা দিনটিকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করছেন।

নারায়ণগঞ্জের সাংগঠনিক টিমের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ। এ টিমে সদস্য হিসেবে রয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল।

সাংগঠনিক টিমের সদস্য হিসেবে আরো রয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিন, শাহ আলম, আজহারুল ইসলাম মান্নান, সাবেক এমপি রেজাউল করিম, এফ এম ইকবাল, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক এটিএম কামাল

গত বছরের ১৪ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ের এই সফর শুরু হয়েছে। এরই মধ্যে জেলা পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও যুগ্ম-মহাসচিব পর্যায়ের নেতাদের টিমপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতার সফর শেষ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে রিপোট পেশ করবেন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ