আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মী হিসেবে বিএনপির স্বীকৃতি পেলো জিকে শামীম

নবকুমার:

টেন্ডার সম্রাট সোনারগাঁয়ের জিকে শামীমকে বিএনপির কর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছে বিএনপির সাবেক মহিলা এমপি নিলুফার চৌধুরী মনি। গত ৩০ সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে দরকার নাই ১/১১ শীর্ষক টকশো অনুষ্ঠানে তিনি এ স্বীকৃতি দেন। তিনি বলেন, আওয়ামী লীগে যারা গিয়েছে তারা দুই একজন বিএনপির নিচু লেভেলের কর্মী ছিলো।এ দেশের রাজনীতি এমন, বাংলাদেশ হওয়ার পর থেকে যখন যে দল ক্ষমতায় থাকে তখন কিছু উচ্ছিষ্ট রূপে কিছু লোক সেখানে যান। এটা নতুন কিছু না।

তিনি বলেন, আমি একটা উদাহরণ দিতে চাই আজ থেকে ১৩ বছর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপির একজন মধ্যম সারির বা নিম্ন সারির একজন কর্মী ছিলো  । সেই কর্মী টা যখন আমি দেখি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সমান তালে তাল মিলিয়ে হেটে কথা বলছেন। তিনি জিকে শামীম। বিএনপির সময় কত টাকা কামাই করত জিকে শামীম  কি করত।

সর্বশেষ সংবাদ