সংবাদচর্চা অনলাইন:
সদর উপজেলার কাশীপুরে করোনা রোগীদের চিকিৎসায় দু’টি আধুনিক অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন-আলোকিত কাশীপুর-এর নেতাদের হাতে এ সিলিন্ডার দু’টি তুলে দেন আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামল।
এসময় শাহাদাত হোসেন শ্যামল বলেন, করোনায় যাদের শাসকষ্ট হয় মূলত: তাদের নিয়েই বেশি দুশ্চিন্তা। অনেক মধ্যবিত্ত রোগীরা অক্সিজেনের অভাবে মারা গেছেন। যদি সময়মতো তাদের অক্সিজেন সরবরাহ করা যেত তবে হয়তো তাদের বাঁচানো যেত। প্রাথমিকভাবে কাশীপুরের ইউনিয়নের রোগীদের জন্য দু’টি সিলিন্ডার ব্যবস্থা করা হলো। পরবর্তীতে প্রয়োজনে আরও কয়েকটি সিলিন্ডার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে আলোকিত কাশীপুর এর এডমিন শহীদুল ইসলাম খাঁ বলেন, করোনায় শাসকষ্ট হলে রোগীর অবস্থা নাজুক হতে থাকে। তবে সময়মতো অক্সিজেন দিতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠে। আব্দুল মজিদ ফাউন্ডেশন করোনাকালে আমাদের সংগঠন ও কাশীপুরবাসীর পাশে দাঁড়িয়েছে। এজন্য আমরা আব্দুল মজিদ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।