আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা মোকাবেলায় ইরানের সামরিক মহড়া

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার পর্যবেক্ষণের জন্য মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

রবিবার ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, দেশের জৈব প্রতিরক্ষা ঘাঁটির নেতৃত্বে এ মহড়া চলবে এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

এছাড়াও ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগ এ মহড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এর নেতৃত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনেয়ীর এক ফরমানের ভিত্তিতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

গত বৃহস্পতিবার দেয়া ফরমানে করোনাভাইরাসের প্রকোপকে ইরানের বিরুদ্ধে সম্ভব্য জৈবযুদ্ধ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইরানের জাতীয় সংসদের রানঅফ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এখন তা ১১ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। সূত্র: পার্সটুডে।