আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“করোনা মুক্ত বিশ্ব চাই পূজায় মূল প্রার্থনা”

সংবাদচর্চা রিপোর্ট:

এবারের দূর্গাপূজা স্বাস্থ্যবিধি মেনে হবে তবে বলে জানিয়েছেন আমলাপাড়া পূজা উদযাপন কমিটি। তারা জানিয়েছেন করোনা মুক্ত বিশ্ব চাই এবারের পূজা আমাদের মূল প্রার্থনা থাকবে। পাশাপাশি অন্যান্য বারের তুলনায় এবার উৎসব হবে না। কেন্দ্রীয় নিয়মাবলি মেনেই পূজা উর্চনা করা হবে। শনিবার সকালে আমলাপাড়া কেসিনাগ রোডস্থ শ্রী শ্রীম লক্ষী জনার্দন বালা জিউর আখড়ায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় এ কথা জানান আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা।

এ সময়ে প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ঐহিত্যবাহী আমলাপাড়া পূজা উদযাপনের গেট এবার নির্মান করা হবে না। কেন্দ্রীয় নিয়মাবলি মেনে পূজো আর্চনা করা। পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখা। জীবানুনাশক ট্যানেল স্থাপন। মাক্স বাধ্যত্বমূলক পরিধান করে মন্ডপে উপস্থিত হওয়া। সাউন্ড সিস্টেম থাকবে না তবে শুধু ঢাক থাকবে বলে জানান।

প্রবীর কুমার সাহা জানান, যেহেতু উৎসব মানেই জনসমাগম এবং একসঙ্গে অনেক লোক মানেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। আমরা সকলকেই অনুরোধ করবো যেনো বাড়িতেই থেকে পূজা করে। মন্ডপে একান্তভাবে উপস্থিত হতে হলে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হতে হবে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন শ্যামল কুমার সাহা, সুজিত সাহা, বিপ্লব সাহা প্রমুখ।