আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস থেকে রক্ষার উপায়

করোনা ভাইরাস চীনে মহামারী আকার ধারণ করেছে । এরইমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। উহানের একটি স্থানীয় বাজার থেকে উদ্ভূত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছে ৪১ জন ও আক্রান্ত হয়েছে ১২’শ জন।
এর প্রাদুর্ভাব ঠেকাতে পুরো চীনে সব মানুষকে পরীক্ষা করা হচ্ছে। এমনকি জনসমাগম স্থান এড়িয়ে চলতে বলা হচ্ছে। এছাড়া অনেক শহরে বন্ধ করে দেয়া হয়েছে, গণপরিবহন ও চীনের নববর্ষ উদযাপন বাতিল করে দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের লক্ষণ: করোনা ভাইরাস অনেকটা সার্স ভাইরাসের মত। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

চিকিৎসা: এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিশোধক আবিষ্কার করা যায়নি। দুর্ভাগ্যক্রমে, মৌলিক সুস্থতা অনুশীলনগুলো বাদ দিয়ে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য আর কিছুই করার নেই।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয়:

১. কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাট ধৌত করতে হবে।
২. নোংরা হাত দিয়ে নাক, চোখ ও মুখমণ্ডল না ধরা।
৩. আক্রান্ত ব্যক্তি হতে দূরে থাকা।

আর আক্রান্ত ব্যক্তিরা যা করবেন:

১. সুস্থ হওয়া না পর্যন্ত নিজের ঘরে থাকতে হবে।
২. অন্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলবে
৩. হাঁচি বা কাশি দেয়ার সময় নিজের মুখ ও নাক কভার করে রাখতে হবে।
৪. বাড়িতে বা কর্মক্ষেত্রের স্থানগুলো পরিষ্কার রাখতে হবে।

সূত্র: ফক্স নিউজ

স্পন্সরেড আর্টিকেলঃ