সংবাদচর্চা রিপোর্ট:
তারাব পৌর এলাকায় মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাঠে নেমেছে তারাব পৌরসভা। মাইক তিনটা দিয়ে প্রচার করা হচ্ছে করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনাগুলো। বুধবার ( ৩১ মার্চ) পৌর এলাকায় রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজীর নির্দেশে এই প্রচারণা করা হয়।
পৌরবাসীকে জনসমাগম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ধর্মীয়, সামাজিক ,রাজনৈতিক অনুষ্ঠান সমূহ স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে করতে বলা হয়েছে। সবাইকে অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে। বিনা কারণে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। নিজে নিরাপদে থাকুন, অপরকে নিরাপদে থাকতে সহযোগিতা করুন। জনস্বার্থে তারাব পৌরসভার এই প্রচারণা অব্যাহত আছে।