আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে ইকবাল মোল্লার জীবাণুনাশক স্প্রে

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক ,লিফলেট ও সাবান বিতরণ করেছেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল মোল্লা। তিনি নিজ উদ্যোগে সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছেন। সোমবার তিনি আড়াইহাজার পৌরসভা বাজারে তিনি পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন। এসময় ইকবাল মোল্লা বলেন, করোন প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার করোনা প্রতিরোধের জন্য দেশের সব সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।  আপনারা ঘরে থাকুন, আপনার ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাঁচিয়ে দিতে পারে দেশকে, জাতিকে।  কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচেন অপরকে বাঁচান।

এদিকে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছেন তিনি। যে কোনো সময় তা বিতরণ করা হবে।

প্রসঙ্গত ২০১৯ সালের ৩১ মার্চ ৫ম আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন ইকবাল মোল্লা। অনেক চাপ উপেক্ষা করেও তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ