আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা নিয়ে ভয়ের কিছু নেই: ডা. সায়মা

আড়াইহাজারে ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর স্ত্রী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা,ডা. উত্তম কুমার দাশ গুপ্ত, ডা. ফারহানা, ডা. শান্তা ত্রিবেদী, ডা. মনিরুজ্জামান, ডা. খলিলুর রহমান প্রফিট, ডা. আরিফ ভূঁইয়া, ডা. শরীফুল, ডা. মনোয়ারা বেগম ও ডা. রাজু আহমেদ।

অনুষ্ঠানে সায়মা আফরোজ ইভা বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকলে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার করতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি করা যাবে না।  বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৫দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। ভাইরাস নিয়ে কেউ আতংক ছড়াবেন না। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন। করোনা নিয়ে ভয়ের কিছু নেই। এটি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ