আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা টিকা নিলেন ইউএনও নাহিদা বারিক

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাহিদা বারিক করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেন তিনি৷

টিকা গ্রহণ শেষে নাহিদা বারিক গণমাধ্যমে বলেন, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। রেজিস্ট্রেশনের মাধ্যমে সকলকে এই টিকাদান কর্মসূচির আওতায় আসার আহ্বান জানান৷

তিনি বলেন, সদর উপজেলা প্রশাসনিক ভবনে মুক্তিযোদ্ধাদের কোভিড-১৯ ভ্যাকসিনের অনলাইনে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করিয়ে দেয়ার জন্য একটি নিবন্ধন বুথ স্থাপন করা হয়েছে।

এদিকে ৭ই ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জে শুরু হয়েছে করোনা টিকা প্রদান কার্যক্রম। ওইদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। যা নিবন্ধনের মাধ্যমে সকলেই গ্রহণ করতে পারবেন।

স্পন্সরেড আর্টিকেলঃ