আজ বৃহস্পতিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী ফজলুল হক খোকন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর সত্যতা স্বীকার করে ফজলুল হক খোকনের ঘনিষ্টজন সিপিবির নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল জানান, কয়েকদিন পূর্বে তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পরে। প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালের চিকিৎসা নেন। রাত ৭ টা ৪৫ মিনিটে মৃত্যু হয়। আজ রোববার মরহুমের নামাজে জানাজা এবং শ্রদ্ধা নিবেদনের সময়সূচি জানানো হবে।
মৃত ফজলুল হক খোকন সঙ্গীত শিল্পীও ছিলেন।

পৈকিত বাড়ি গোপালগঞ্জ জেলাতে হলেও পুরো জীবন থেকেছেন নারায়ণগঞ্জ ২নং ঢাকেশ্বরী এলাকাতে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যবাক বিশিষ্ট ব্যক্তি ও দৈনিক সংবাদচর্চা পরিবার।

স্পন্সরেড আর্টিকেলঃ