আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনায় মারা গেলে আইইডিসিআর যেখানে কবর দেবে সেটাই চূড়ান্ত: ডিসি

নারায়ণগঞ্জের কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে আইইডিসিআর যেখানে লাশ দাফন করবে সেটাই চূড়ান্ত বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন । মঙ্গলবার বিকালে তিনি সংবাদচর্চাকে জানান লাশ দাফনের জন্য কোনো কবরস্থান চূড়ান্ত হয় নাই। আমরা কয়েকটি কবরস্থানের নাম বলে দেব। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই  আইইডিসিআর লাশ দাফন করবে । আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি।

প্রসঙ্গত নারায়ণগঞ্জে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে   ১৮৬ জন। এদের সকলেই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এদের মধ্যে ৩ জন বিদেশী নাগরিক রয়েছে। করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।