আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় তৎপর না’গঞ্জ ডিবি

সংবাদচর্চা রিপোর্ট

করোনার বিস্তার রোধে জেলা প্রশাসনের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে দিনভর মাঠে কাজ করছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় প্রত্যেক সদস্যকে সাধারণ মানুষদের সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয়। তারা আহবান জানান, ভাইরাসটি সংক্রমন রোধে নগরবাসীর উচিৎ সর্বাত্নক নিজেদের বাসস্থানে অবস্থান করা। বিশেষ প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়া।

শনিবার (২৮ মার্চ) নগরীর চাষাঢ়া, বঙ্গবন্ধু রোড ও ২ নং রেল গেট সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন ডিবি পুলিশের সদস্যরা।

ডিবি পুলিশের সদস্যরা জানায়, শহরের কোথাও যাতে জনসমাগম না ঘটে সেই লক্ষে আমরা অনেক আগে থেকেই সক্রিয়। সেই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। যারা মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করছে তাদের সাবধান করে দিচ্ছি। সেই সাথে মানুষকে বিনা প্রয়োজনে বাইরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ