আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা মোকাবেলায় ইউএনও করলেন বেতন দান

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা আতঙ্কে কাপছে সারাবিশ্ব । বাংলাদেশেও ছড়ি পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস । ভাইরাসটি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার । বন্ধ ঘোষণা করেছে সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান।  বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আর সেই খেটে খাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন সরকার, সমাজের বিত্তবান এবং সরকরী কর্মকতাবৃন্দ। বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম নিজের ১ মাসের বেতন এবং বাংলা নববর্ষের উৎসব ভাতার অর্থ দান করেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তহবিলে অর্থ পৌছে দিয়েছেন। তা দিয়ে ভিক্ষুক,দিনমজুর, দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হবে। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি জানান, করোনা মোকাবেলায় সারাবিশ্ব  হিমশিম খাচ্ছে । এসময় খেটে খাওয়া মানুষগুলোর পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে। জনগণকে সরকারে নির্দেশ মেনে চলতে হবে। সবাইকে ঘরে থাকতে হবে। কেউ না খেয়ে থাকবে না । সবার ঘরে খাদ্যে পৌছে দিচ্ছে  প্রশাসন। উপজেলা প্রশাসনের হটলাইন চালু রয়েছে।  বুধবার হটলাইনে দুইটা ফোন এসেছিলো। সেই ফোন পেয়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গন্ধর্বপুর এলাকার মাহির মা এবং রূপসী এলাকার অন্ধ রতনের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন সংবাদচর্চাকে বলেন, করোনা মোকাবেলায়  সকল সরকারী কর্মকর্তা বৈশাখী ভাতা এবং ১ দিনের বেতন দান করেছেন। আমি নিজেও দান করেছি।  রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম ১ মাসের বেতন এবং বৈশাখী ভাতা জমা দিয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ