আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করমজা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে সোবাহান নিহত

সংবাদচর্চা রিপোর্ট:

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি মাদক সম্রাট সোবাহান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সোবাহান সাঁথিয়া উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত-আব্দুর রশিদের ছেলে ও চিহ্নিত মাদকব্যবসায়ী।
রোববার (২১ জুন) ভোরে পাড়-করমজা গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি বড় চালান পাড় করমজা থেকে পাচার হবে। এমন সংবাদে অভিযানে বের হয় পুলিশ।

এ সময় উপজেলার পাড় করমজা কবরস্থান এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে সোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন একটি ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাঁথিয়া, আমিনপুর ও বেড়া থানায় মাদকের ১১টি মামলা রয়েছে।