আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল

নিজস্ব প্রতিবেদক:

কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দেশের বিভিন্ন স্থানের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৮ সালের পর যে ১৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পায়, বাতিল হওয়া ১০টি প্রকল্প সেগুলোর মধ্যে রয়েছে। এ ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে— মুন্সীগঞ্জের ৫২২ মেগাওয়াটের প্রকল্প, ঢাকার ২৮২ মেগাওয়াটের প্রকল্প, চট্টগ্রামের ২৮২ মেগাওয়াটের প্রকল্প, মহেশখালির ১ হাজার ৩২০ মেগাওয়াটের প্রকল্প, আশুগঞ্জের ১ হাজার ৩২০ মেগাওয়াটের প্রকল্প, গাইবান্ধার ১ হাজার ২০০ মেগাওয়াটের প্রকল্প, সিঙ্গাপুর-বাংলাদেশের ৭০০ মেগাওয়াটের যৌথ প্রকল্প, সিপিজিসিএল-সুমিতমো করপোরেশনের ১ হাজার ২০০ মেগাওয়াটের যৌথ প্রকল্প ও বাংলাদেশ-মালয়েশিয়ার ১ হাজার ৩২০ মেগাওয়াটের যৌথ প্রকল্প।

এই বাতিল করার কারণ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‌‘করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা এসেছে। নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এর অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ১০টি কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তারা সময়মতো উৎপাদনে আসতে পারেনি।’

তিনি বলেন, বৈশ্বিক পর্যায়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব সম্পর্কে আপত্তির বিষয়টিও প্রণিধানযোগ্য। এ প্রেক্ষাপটে সামগ্রিক বিষয়াবলি বিবেচনায় নিয়ে প্রণীতব্য ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টারপ্ল্যানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করা যুক্তিযুক্ত হবে। পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যানও পর্যালোচনা করা হবে।’

স্পন্সরেড আর্টিকেলঃ