আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কৃর্তক কমরেড শফিউদ্দিনকে এ সংবর্ধনা প্রদান

কমরেড শফিউদ্দিনকে

কমরেড শফিউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক, না’গঞ্জ

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিপ্লবী কমিউনিস্ট কমরেড শফিউদ্দিন কে তার জীবনব্যাপী শ্রমজীবী শোষিত মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত থাকা ও তার বর্ণাঢ্য জীবনের প্রাজ্ঞতাকে ধারন করতে সংবর্ধনা প্রধান করা হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ বি.বি রোডস্থ আলী আহম্মেদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কৃর্তক কমরেড শফিউদ্দিনকে এ সংবধর্না দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন (এমপি)।

রাশেদ খান মেনন বলেন, কমরেড শফিউদ্দিন আহমেদ ভাইকে আমরা সেই ৬৯এর গণ-অভ্যুথান থেকে আজ পর্যন্ত যুদ্ধ সংগ্রাম করতে দেখে আসছি। ১৯৬৯ সালে ২০জানুয়ারী ছাত্র ইউনিয়ন (মেনন) নেতা আসাদ শহীদ হলে ব্যাপক গণআন্দোলন শুরু হয় বাংলাদেশে। ন্যাপ, আওয়ামীলীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র সংগ্রাম পরিষদ সারাদেশে বিরতিহীন আন্দোলন শুরু করলে কমরেড শফিউদ্দিন একদিনের জন্যও ঘরে বসে থাকে নাই। প্রতিদিন পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। কমরেড শফিউদ্দিন প্রতিটি পার্টির কর্মীর কাছে ‘হাতিয়ার’ পৌছে দেয়ার দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, কমরেড শফিউদ্দিন রাজনৈতিক ক্ষেত্রে ও শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে যে সংগ্রাম করে গেছেন যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এখনো যেভাবে উপদেশ, নির্দেশ দিয়ে দায়িত্ব পালন করছেন, তা সব সময় আমাদের নিকট অনুকরণীয়। আমরা তার দীর্ঘায়ু, নিঃরোগ, সুসমাম-িত জীবন কামনা করছি। কমরেড শফিউদ্দিন দীর্ঘজীবি হোক।

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা ১৪দলের সমণ¦য়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, খণিজ সম্পদ জাতীয় রক্ষা কমিটির সমণ¦য়ক ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমণ¦য়ক তরিকুল সুজন সহ অঙ্গ সংগঠনের আরও অন্যন্য নেত্ববৃন্দরা।