আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা:-চাইলেই কি পারবে?

তুমি যে এতকিছু ভাবো
এত যে কিছুর স্বপ্ন বুনো,
এত কিছু যে চাও বাস্তবে ও হোক
তুমি কি জানো?
বাস্তব আর কল্পনার মাঝামাঝি থাকে
বিরাট এক ট্রাফিকজ্যামের শোক!

সবাই কি আর জ্যাম পেড়িয়ে
সত্যি করে স্বপ্নগুলো কিংবা
হেটে যেতে পারে বাস্তবে
কল্পনাগুলোর সত্যির আবডালে?

তুমি যে এতকিছু চাও
সব কি তুমি পাও?
তুমি কি চাইলেই আর
আপন হতে পারো সহজে কারো?
কিংবা জড়াতে পারো আষ্ট্রেপৃষ্ঠে
তোমার মায়ার জালে বেঁধে আরো?

তুমি কি চাইলেই আর
ভালোলাগার মানুষটাকে তোমায়
আপন বলে মানাতে পারো?
এত যে কিছু চাও
সব কি তুমি পাও ?
তুমি কি ইচ্ছা করলেই জানতে পারবে
সামনে থাকা মানুষটার মন খারাপের কারন
যতক্ষণ না সে তা বলছে তোমায়?
না,তুমি চাইলেই আর সব পাও না
সব চাওয়া তো পাওয়া হয় না ।
তুমি কি চাইলেই পারবে
কারো মনের ঘরে নিজ স্থান তৈরি করতে?
চাইলেই কি পারবে কারো ক্ষত স্থানে
ভালোবেসে যত্ন করে মলম লাগাতে?
যতক্ষণ না সে তোমায় অধিকার দিবে
দিবে দেখতে সেই ক্ষতস্থান?

তুমি পারবে না সব চাইলেই..
সব চাওয়া হয় না পাওয়া
এই স্রোতের মত এক জীবনে ।

বলো বলো,
চাইলেই কি পারবে?

লেখিকা:- নাহার রহমান নুপুর

স্পন্সরেড আর্টিকেলঃ