আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতার আহবান

কবিতার আহবান

কবিতার আহবান

কবিতার আহবান
———————————-
( প্রিয় কবি পাঞ্জাব বিশ্বাসকে)
———– মুরাদ মালিথা

সন্ত্রাসীর বিভৎস লিলাভুমিতে মানবতার
মঞ্চে দাঁড়ায়ে কেউ কি কোনদিন
সাহসী কন্ঠে বলেছিল ——–

একদিন কবিতায় সন্ত্রাস রুখবে।
বলেছিল কি কেউ মাদকাসক্ত নিরাময়ের জন্য
এসো, আমার একটি কবিতার হাসপাতাল আছে।
কেউ কি কোনদিন এমন কোন কবিতা
আবৃতি করেছিল।

যা শুনে দূর্নীতিবাজ নেতা, এম পি, মন্ত্রীর হৃদপিন্ডে সহসায় দীর্ঘস্হায়ী কম্পন ধরে গিয়েছিল।
অথবা অসাধু অফিসার- ঘুষখোর আমলার—–
পাছার নীচের চেয়ারটা ভেঙ্গে পড়েছিল।
যার অমৃত ধ্বনী শুনে আমার মাঠের ফসল গুলো
আনন্দে ঢেউ খেলানো নিত্যে নেচে নচে উঠেছিল।
যা শুনে আমার দেশের কলকারখানার
বিভৎস শব্দ গুলো
হঠাৎ দেশাত্ববোধক সংগীত হয়ে বেজে উঠেছিল।
কবির কন্ঠো ধ্বনী থেকে প্রতিধ্বনী হতে হতে
আমার সোনার বাংলা এক নুতন উন্মাদনায়
নুতন সাজে সেজে উঠেছিল।।

স্পন্সরেড আর্টিকেলঃ