আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে  বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। প্রতিপক্ষ হিসেবে কাতার বেশ শক্তিশালী, ফিফা র‍্যাঙ্কিংয়েও তাদের অবস্থান বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, ৬২তম অবস্থানে। তবে ঘরের মাঠে এত পরিসংখ্যান নিয়ে ভাবছে না বাংলাদেশ। কাতারের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও জয়ে চোখ রাখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। পাঁচ দিন পর অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে লাল সবুজের দল।

কাতারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে সুযোগ হারিয়েছি। তবে এই ম্যাচে নিজেদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা থাকবে। শতভাগ দিয়ে খেললে যেকোনো কিছুই সম্ভব।

স্পন্সরেড আর্টিকেলঃ