আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

অনলাইন ডেস্ক:

কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে (​Mallikarjun Kharge)। আরও এক প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে (Shashi Tharoor) পরাজিত করে নয়া দায়িত্বভার পেলেন তিনি। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা। মল্লিকার্জুন খাড়গে যে ভোটে জিতে সভাপতি হচ্ছেন, সে বিষয়ে কংগ্রেস নেতারা নিশ্চিত ছিলেনই। মল্লিকার্জুন পেয়েছেন ৭৮৯২টি ভোট। অন্যদিকে শশী পেয়েছেন মাত্র ১০৭২টি ভোট। ৬ হাজার ৮২০ ভোটের ব্যবধানে জিতলেন খাড়গে। ৪১৬টি ব্যালট বাতিল হয়েছে। বরাবরই গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে। ফলে দু’দশক পর অ-গান্ধী সভাপতি কংগ্রেস পেলেও তা কিন্তু আদতেই গান্ধীদের দখলেই থাকল।

নির্বাচনের ফল প্রকাশ হওয়ার আগেই শশী থারুর টুইট করে লেখেন, “জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের ও দায়িত্বের। আমি মল্লিকার্জুন খাড়গেকে এই দায়িত্ব প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এক হাজারেরও বেশি সদস্যের সমর্থন পাওয়াও অনেক বড় সাফল্য।”

স্পন্সরেড আর্টিকেলঃ