আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐশ্বরিয়ার জীবনের প্রাধান্য এখন মেয়েই

ফিল্মি ক্যারিয়ারের একেবারে তুঙ্গে থেকেই অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া রাই। নামের শেষ ‘বচ্চন’ উপাধি নিয়েও ব্যবসাসফল বেশ কিছু ছবি উপহার দিয়েছিলেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’। ২০১১ সালে মেয়ে আরাধ্যের জন্মের পর অভিনয় থেকে অনেকটাই গুটিয়ে নেন তিনি। এখন তাঁর ধ্যানজ্ঞান কেবলই আরাধ্য।

ঐশ্বরিয়ার জীবনের প্রাধান্য এখন মেয়েই। আসছে নভেম্বরেই ছয় বছর পূর্ণ হবে আরাধ্যর। এখন সে মায়ের সঙ্গে দেশ-বিদেশেও যায়। এই বয়সেই মায়ের আঁচল ধরে তার দেখা হয়ে গেছে বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত শনিবার মেলবোর্নের একটি চলচ্চিত্র উৎসবে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের ৭০তম স্বাধীনতা দিবস ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’ নামে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে মধ্যমণি হয়েছিলেন ঐশ্বরিয়া। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাকে ছাড়া একদণ্ড থাকতে পারে না আরাধ্য। দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আলোকচিত্রীর ক্যামেরায় মা-মেয়ে। ছবি: ইনস্টাগ্রাম

ঐশ্বরিয়ার কোলে একমাত্র কন্যা আরাধ্য। মায়ের দারুণ ভক্ত সে। ছবি: ইনস্টাগ্রাম

২০১৪ সালে ‘লাইফটাইম বিউটি উইথ আ পারপাস’ পুরস্কার পান ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সম্মাননা গ্রহণ করতে স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্য ও মা বৃন্দা রাইকে নিয়ে মঞ্চে উঠেছিলেন তিনি। ঐশ্বরিয়া ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন ১৯৯৪ সালে। ছবি: ইনস্টাগ্রাম

এবারের ৭০তম কান চলচ্চিত্র উৎসবের আসরে ঐশ্বরিয়া-আরাধ্য দুজনেই সেজেছিলেন ‘ডিজনি প্রিন্সেস’-এর বেশে। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর দুর্গাপূজার অনুষ্ঠানে মা ঐশ্বরিয়া ও বাবা অভিষেকের সঙ্গে আরাধ্য। এখানেও তিনজনের পোশাকে মিল! ছবি: ইনস্টাগ্রাম

মায়ের সঙ্গে সব সময় এভাবেই লেপ্টে থাকে ছয় বছরের আরাধ্য। ছবি: ইনস্টাগ্রাম

মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটে আরাধ্য মহাখুশি। ছবি: ইনস্টাগ্রাম

অভিষেক বচ্চন ‘প্রো কাবাডি লিগে’ ‘জয়পুর পিঙ্কপ্যানথারস’ দলের মালিক। ম্যাচ থাকলে তাঁকে মাঠে যেতেই হয়। মাঝেমধ্যে মায়ের সঙ্গে আরাধ্যও হাজির হয় স্টেডিয়ামে। ছবি: ইনস্টাগ্রাম

সর্বশেষ সংবাদ