এরশাদের জনপ্রিয়তায় বিএনপি-আ’লীগ হতাশ: রোকন উদ্দিন বাবুল
হাসান মাহমুদ ,লালমনিরহাট প্রতিনিধি:
জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে তার বেশীর ভাগই এরশাদের শাসনামলে হয়েছিল। তার এই উন্নয়ন, সুশাসন ও সংস্কারের কারণে জাতীয় পার্টি তথা এরশাদের জনপ্রিয়তা ক্রমশ’ই বৃদ্ধি পেয়েছে।
এতে বিএনপি-আ’লীগ হতাশ হয়ে জাপা’কে একাধিকবার ধ্বংস করার পাঁয়তারা করেছে বিএনপি-আ’লীগ। তবে ষড়যন্ত্র করে এরশাদকে দাবিয়ে রাখা যাবে না।
গতকাল রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় কাকিনা রেলস্টেশন এলাকায় তুষভান্ডার ইউনিয়ন জাপা কার্যালয় উদ্বোধন ও কর্মী-সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, এরশাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন দেশের মানুষ তা রুখে দিবে। কারন দেশের মানুষ এরশাদকে মন থেকে ভালো বাসে। পূর্বে এরশাদের যেমন জনপ্রিয়তা বেড়েছে বর্তমানেও বাড়তেছে এবং আগামীতেও বাড়বে। এরশাদের উন্নয়ন, সুশাসনকে জনগন কখনো ভুলতে পারেনি কাউকে ভুলতে দিবে না। জনগনই এরশাদের উন্নয়ন সবার মাঝেই তুলে ধরবে।
তুষভান্ডার ইউনিয়ন জাপা’র সভাপতি মোকছেদুল ফেরদৌস প্রিন্স এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাপা’র সভাপতি ডাঃ নাজির হোসেন আহমেদ, সম্পাদক বাবু বিধান চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামসুজ্জামান সবুজ, সাবেক প্রধান শিক্ষক জাহেদুল আলম সহ আরো অনেকে।
এর আগে উপজেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক) পরিচালনায় তুষভান্ডার ইউনিয়ন জাপা’র কার্যালয় শুভ উদ্বোধন করেন রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানের শুরুতে তুষভান্ডার ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল থেকে মহিলা-পুরুষ আনুষ্ঠানিক ভাবে রোকন উদ্দিন বাবুলের হাত থেকে ফুল নিয়ে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।