আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি বাবুর আত্মীয়রা এগিয়ে

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরব হয়েছে মেম্বার , চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান পদে এবারও স্থানীয় সাংসদ বাবুর সমর্থকরা বিনা ভোটে নির্বাচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির নির্বাচনে অংশ নিচ্ছে না। দুপ্তারা ইউনিয়নে এমপি নজরুল ইসলাম বাবুর আত্মীয় নাজমুল ইসলাম আওয়ামী লীগের একক প্রার্থী, তার অপর আত্মীয় ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী মো. আবু তালিবও আওয়ামীলীগের একক প্রার্থী।

সুত্রের খবর প্রত্যেকটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হওয়ার জন্য নানা লবিং ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় জনগণ ও ক্ষমতাসীন দলের একাধিক নেতা এই প্রতিবেদককে জানান, এমপি সাহেব যাকে সমর্থন করবে সেই নৌকা প্রতীক পাবে ।

সুত্রের খবর গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলো। তারা হলেন ফতেপুর ইউনিয়নে মো. আবু তালেব মোল্লা, মাহমুদপুর ইউনিয়নে মো. আমান উল্যাহ, কালাপাহাড়িয়া ইউনিয়নে সাইফুল ইসলাম স্বপন মিয়া, উচিৎপুরা ইউনিয়নে মো. নাজিম মোল্লা, ব্রাহ্মন্দী ইউনিয়নে মো. লাক মিয়া, দুপ্তারা ইউনিয়নে শাহিদা মোশারফ, হাইজাদী ইউনিয়নে মো. আলী হোসেন , সাতগ্রামে ইউনিয়নে মো. ওয়াদুদ মাহমুদ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে এবারও ভোট গ্রহণ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে জনমনে। যেসব চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, আধপিত্য বিস্তারসহ গ্রুপিংয়ের অভিযোগ রয়েছে তারা এবার দলীয় টিকেট নাও পেতে পারে।

বিএনপির একাধিক নেতা জানান, বিএনপির ছাড়া আড়াইহাজারে ভোটের আমেজ নেই। তারা ভোটে অনিয়ম করে তার জন্য বিএনপি অংশ নিচ্ছে না। এমপি বাবু তার আত্মীয় স্বজনদের বিনা ভোটে চেয়ারম্যান বানাচ্ছে।

সুত্রের খবর দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে বাবুর সমর্থকরা এগিয়ে আছে।

স্পন্সরেড আর্টিকেলঃ