নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমান। এজন্য তিনি প্রস্তুতিও নিচ্ছেন। দলীয় মনোনয়ন পেলেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
গত সোমবার রাজধানীর একটি হোটেলে দেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিইএএ) ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, বিএনপি সরকারের আমলে বিরোধীদের নানাভাবে হেনস্তা করা হতো। কিন্তু বর্তমান সরকারের সময়ে সকল মতাদর্শের মানুষ নির্ভিঘ্নে ব্যবসা করতে পারছে। এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না যে বিএনপি করার কারণে ব্যবসা করতে পারেনি বা ব্যবসা খারাপ গেছে। এই থেকে বুঝা যায় বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এসময় তিনি আগামী নির্বাচনে মনোনয়ন পেলে এমপি নির্বাচন করবেন বলে জানান।
উল্লেখ্য যে, সালমান এফ রহমান দেশের সবচেয়ে বড় বেসরকারী প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের মালিক। তিনি এফবিসিসিআই-এর সভাপতি ছিলেন। বর্তমানে আইএফআইসি ব্যাংক ও আবাহনী লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ইংরেজী দৈনিক “দ্যা ইন্ডিপেনডেন্ট এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনেরও মালিক।