আজ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার হাট কমবে- ডিসি

সংবাদচর্চা রিপোর্ট

করোনাভাইরাস সংক্রমণের কারণে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার কোরবানির পশুর হাটের সংখ্যা কমছে সিটি করপোরেশনসহ নারায়ণগঞ্জ জেলাতে। শনিবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন।

ডিসি বলেন, ‘জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে নারায়ণগঞ্জে কোরবানি পশুর হাটের সংখ্যা গত বছরের চাইতে কমবে। একই সাথে হাট গুলোতে এক পথে প্রবেশ, অন্য পথে বাহিরের ব্যবস্থা করা হবে। এছাড়া এক পশুর সাথে অন্য পশুর দূরত্ব বজায় রাখার নিয়মও চালু থাকবে। ইতোমধ্যেই হাট গুলোর স্থান পর্যবেক্ষন করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হতে পারে বাংলাদেশে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ৪টি পৌরসভা ও জেলার ৫টি উপজেলা এলাকায় সর্বমোট অস্থায়ী পশুর হাট বসছে ৯৩টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অস্থায়ী পশুর হাট বসেছিল ২১টি। একই সাথে সদরে ১৭টি, বন্দরে ৪টি, সোনারগাঁয়ে ২০টি, সোনারগাঁ পৌরসভায় ১টি, রূপগঞ্জ উপজেলায় ৯টি, তারাবো পৌরসভায় ২টি, আড়াইহাজারে ২টি, গোপালদী ও আড়াইহাজার পৌরসভা ২টি করে ৪টি হাট বসেছিল।

স্পন্সরেড আর্টিকেলঃ