আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এক মঞ্চে আইভী-শামীম

সংবাদচর্চা অনলাইনঃ

কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার (কেআইএমএস কেয়ার) ভিস্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এক মঞ্চে ফটোসেশন করেছেন মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমান ।

রোববার ১৪ই ফেব্রুয়ারি সকালে শহরের সিরাজউদ্দৌল্লা সড়কে কুমুদিনী কমপ্লেক্সে ওই অনুষ্ঠানে তারা এক মঞ্চে ছবি তুলেন।  

এদিন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জে (কেআইএমএস কেয়ার) এর ভিস্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ৷