আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এক নজরে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র দ্রোহের কবি সাম্যের কবি মানবতার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ শে মে ১১ জৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম জায়েদা খাতুন।  অল্প বয়সেই তিনি ইসলাম ও হিন্দু ধর্মের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান, যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়। সমাজের যাবতীয় অন্যায় ও অনাচারের বিরুদ্ধে  সোচ্চার ছিলেন।

বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম

২। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে যে নামে অভিহিত করা হয়- বিদ্রোহী কবি হিসেবে।
৩। কাজী নজরুল ইসলামকে ভারত সরকারের অনুমতিক্রমে স্বপরিবারে  স্থায়ীভাবে ঢাকায় আনা হয়- ১৯৭২ সালের ২৪ মে ।

৪। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়- ১৯৭৬ সালে।

৫। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিতি লাভ করেন- ১৯৭৬ সালে।

৬। কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রী দেয়া হয়- ১৯৭৪ সালে।

৭। কাজী নজরুল ইসলামের “অগ্নিবীণা” কাব্যের দ্বিতীয় তম কবিতা- বিদ্রোহী কবিতা।

৮। কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতাটি প্রথম প্রকাশি হয়- ৬ জানুয়ারি ১৯২২ সালে, সাপ্তাহিক বিজলী পত্রিকায়।

৯। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।

১০। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম- ব্যথার দান

১১। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ “ব্যাথার দান” প্রকাশিত হয়- ১৯২২ সালে।

১২। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ- অগ্নিবীণা।

১৩। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ “অগ্নিবীণা” প্রকাশিত হয়- ১৯২২ সালের সেপ্টেম্বর মাসে।

১৪। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস- বাঁধন হারা।

১৫। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস “বাঁধন হারা” প্রকাশিত হয়- ১৯২৭ সালে।

১৬। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ- যুগবাণী।

১৭। কাজি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ “যুগবাণী” প্রকাশিত হয়- ১৯২২ সালের অক্টোবর মাসে।

১৮। কাজী নজরুল ইসলামের “অগ্নিবীণা” কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।

১৯। কাজী নজরুল ইসলামের গানের সংকলনের নাম- চন্দ্রবিন্দু

২০। বাংলায় ইসলামী গজলের প্রথম রচয়িতা কাজী নজরুল ইসলাম।

২১ । তার দুই স্ত্রী প্রমিলা দেবী, নার্গিস আসার খানম।

২২। পুরস্কার ১৯৭৭ সালের স্বাধীনতা পুরস্কার একুশে পদক ১৯৭৬ সালে।

২৩। ১৯১৭ খ্রিস্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন

২৪। কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট (৭৭ বছর বয়সে) ঢাকায় মৃত্যু বরণ করেন।

২৫ । বিদ্রোহী কবির সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।

স্পন্সরেড আর্টিকেলঃ