আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একাত্তরের সহযোদ্ধাদের সাথে আড্ডা মেতে উঠলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের সহযোদ্ধাদের সাথে আড্ডায় মেতে উঠেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শুক্রবার রাজধানীর বাংলা বাজার এলাকায় ঐতিহ্যবাহী বিউটি বোডিংয়ে ষটের দশক ও একাত্তরের সহযোদ্ধাদের মিলন মেলার আয়োজন করা হয়।

এতে যোগদান করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফর হোসেন পল্টু,

ঢাকা ৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, ঢাকা ১১ আসনের এমপি একে.এম রহমত উল্লাহ, ঢাকা ১৭ আসনের এমপি নায়ক ফারুক, বীর মুক্তিযাদ্ধা জামাল খান,যুগ্ম সচিব জাফর উল্লাহ, সাবেক ডি. আই জি ফিরুজ কবির মুকুল।

উল্লেখ্য মুক্তিযুদ্ধের সময় বিউটি বোর্ডিং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেচে। মুক্তিযোদ্ধারা বিউটি বোর্ডিংয়ে আশ্রয় নিয়েছে। এ সংগঠনের ১৭ জন সদস্য মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে।

গোলাম দস্তগীর গাজী যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমরা গোপনে যুদ্ধ করেছি। আমাদের সহযোদ্ধাদের মধ্যে দেখা হতো কম। হঠাৎ করে মোনায়েম খান রবিন্দ্র সংগীত বন্ধ করে দেয়। তখন আমরা গোপনে রবীন্দ্র সংগীত শুনতাম। বিস্তারিত আসছে…

স্পন্সরেড আর্টিকেলঃ